দুর্বিন শাহ রচিত গান নং ১০

আমায় ক্ষমা করো হে প্রভু, অপরাধ আমার
রাহমান রাহিম তুমি জলিলও জব্বার ।।
এলাহী
তব কর্ম সাধিবারে, ভবে পাঠাইলা
মায়াফাঁসি আমার গলে, কেন পরাইলা ।
মায়াজালে বন্দী হইলাম, স্ত্রী পুত্র লইয়া
হইলাম মহা অপরাধী, তোমারে ভুলিয়া ।।
এলাহী
মুহাম্মদ মোস্তফা নবী, হাবিবও তোমার
যার উপরে সপিয়াছো, শাফায়াতের ভার ।
দোজাহানের বাদশা তিনি, আখেরি রাসুল
এই নবীর খাতিরে দোয়া করিও কবুল ।।
এলাহী
হইলে মহা অপরাধী, যাবো কোথায় আর
নত শিরে হস্ত বান্ধা, দরবারে তোমার ।
কিঞ্চিৎ মাত্র করো দয়া, তব নিজ গুণে
দুর্বিন শা কয় দিয়া সাজা রাখিও চরণে ।।