আমায় আমি চিনতে গেলে
বাজে বড়ো গণ্ডগোল
আমি কে হই, আমা থেকে স্মরণ হলে
পড়ে ভুল ।।
দেখলে মানুষ সবাইকে চিনি
আমায় চিনতে টানাটানি
আময় চিনতে সাধু জ্ঞানী
কূল না পেয়ে হয় আকুল ।।
যোগী ঋষি যোগধ্যানে
ভাবিতেছে নিশিদিনে
তারাও না আমায় চিনে
কিসেতে হয় আমার মূল ।।
আমি বলি আমি একা
মানুষে কয় তুমি বোকা
তাল্লাশ করলে হাদীস ফেকা
খোদামাত্র আছে স্থূল ।।
কুদরতের মূল খোদার নাম
জগতে সব আমার কাম
নইলে পিতা ছাড়া পুত্র হইতাম
বৃক্ষ ছাড়া ফুটতো ফুল ।।
আমি গেলে সবই যাবে
খোদা বলে কে ডাকিবে
দুর্বিন শা কয় আমার ভাবে
আমি তার চরণধূল ।।