আমার অন্তরায়, আমার কলিজায়
প্রেমশেল বিন্দিলো গো
বুক ছেদে পিঠ পার হইলো ।।
মারিয়া ভুজঙ্গ তীর
কলিজা করিলো চৌচির
কেমনে শিকারী তীর মারিলো গো ।
বিষ মাখিয়া তীরের মুখে
মারিলো তীর আমার বুকে
দেহ থইয়া প্রাণটি লইয়া গেলো গো ।।
নতুনও যৌবনের বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া কেন ছেড়ে গেলো গো ।
জ্বালাইলো প্রেমও আগুন
জল দিলে বাড়ে দ্বিগুণ
সখি তোরা আমায় উপায় বলো গো ।।
ইট কামলায় ইট বানাইয়া
এক জায়গায় ভাটা সাজাইয়া
ভিতরে আগুন জ্বালাইয়া দিলো গো ।
গোপনে জ্বলিয়া সারা
মাটি হইয়া যায় আঙ্গারা
এ দুর্বিন শার তেমনি দশা হলো গো ।।