দুর্বিন শাহ রচিত গান নং ৯১

আমার নৌকায় তুমি মাঝি
দিলে যখন পরিচয়
তুমি ভালো আমি দোষী
এ যন্ত্রণা কত সয় ।।
নামেমাত্র নৌকা আমার
ভাঙা গড়া সবই তোমার
পাপ পূণ্য হিতাহিত বিচার
সকলেই তোমার ইচ্ছাময় ।।
আপন হাতে বৈঠা লইয়া
বসেছো কাণ্ডারী হইয়া
ইচ্ছামতো নেও চালাইয়া
যেদিকে তব মনে লয় ।।
ভব নদীর অকূল পাথারে
নৌকা যদি ডুবে মরে
দোষ পড়ে মাঝিরার ঘাড়ে
নৌকা কি আর দোষী হয় ।।
আমি কীসে হইলাম দোষী
আমার গলায় কেন ফাঁসি
ছল করে নিরলে বসি
করিতেছি ভাব উদয় ।।
আমি যেমন তুমিও তেমন
মাটি দোষে বৃক্ষের মরণ
এক মামলায় আসামী দুইজন
আমি একা দোষী নয় ।।
দুর্বিন শা কয় শেষ বিচারে
জিজ্ঞাসা করলে আমারে
তোমার জওয়াব তুমি দিবে
আমার কিবা আছে ভয় ।।