দুর্বিন শাহ রচিত গান নং ৬২

আমার দীন দরদী মাঝি ভাই
আমায় পার করে দাও, যাবো সে পারে
তোমার নাম ভরসা করে
পাড়ি দিলাম পাথারে ।।
বেলা গেলো সন্ধ্যা হলো, সঙ্গের সাথী নাই
সে পারে বন্ধুয়ার বাড়ি কেমন কইরা যাই
নিজে এসে হও কান্ডারী, ডাকিতেছি তোমারে ।।
অকূলিয়ার কূল গো তুমি, পাতকীর তারণ
পার করে নেও, তোমার নামটি যে করে স্মরণ
নামেতে কলঙ্ক হবে, ডুবাও যদি আমারে ।।
কত মাঝি তোমার নামে, দিলো নদী পাড়ি
নামের বাদাম যায় উড়াইয়া, গাইয়া প্রেমসারি
দুর্বিন শা কয়, তোমার আশায় থাকি বসে কিনারে ।।