দুর্বিন শাহ রচিত গান নং ৩৫১

আমাদের স্বাধীন পাকিস্তান
আমাদের স্বাধীন পাকিস্তান
ঝান্ডা তোলো সত্য সেবক
বীর মুজাহিদ নওজোয়ান ।।
স্বাধীন মোদের লক্ষ আশা
পক্ষ যুগের সাধনা
বাস্তবিকই স্বপ্নে সবাই
করেছিলাম কামনা
তাই তো এবার ধরলো বুঝি
নতুন কোকিল কণ্ঠে গান
সকল দেশের সেরা মোদের
নবীন আজাদ পাকিস্তান ।।
শস্য যোগায় সকল দেশে
খাদ্য করে সবার দান
হাজার কণ্ঠে অভিবাদন
করছে মোদের সব জাহান
চীন জাপান আর ইরাক আজম
স্বাধীণ মূলকে তুর্কিস্তান
কোকিল কণ্ঠে সুর তুলেছে
গাইছে সবাই নতুন গান ।।
চন্দ্র স্বাধীন সূর্য স্বাধীন
স্বাধীন আকাশ মুক্ত মাঠ
গ্রন্থমালার পাতায় পাতায়
লেখছে কবি মুক্ত পাঠ
স্বাধীন পাখির কণ্ঠে খোদায়
করছে কত মিষ্টি দান
ভোরের গানে মাতাল করে
জাগায় তারা সব জাহান ।।
স্বাধীন আমার হাতের কলম
লেখছে কত নতুন গান
যাহার দ্বারা গড়ছে কবি
বাধনহারা ব্যাথার দান
স্বাধীন কলম তাই বলে আজ
জয় করেছে এ জাহান
স্বাধীন দেশে গড়বো মোরা
নতুন করে গুলিস্তান ।।