আজ রাধার শুভদিন মিলিলো কানাই
সজনী গো
ব্রজপুরে সুখের সীমা নাই ।।
কুঞ্জে আইলো রসরাজ
আকাশে করিলো সাঝ গো
চন্দ্র নিলো
আড়ালেতে ঠাই ।।
শ্যামের হাতে মোহন বাশি
বামে শোভে রাই রুপসী গো
এক অঙ্গে আজ মিশামিশি
কৃষ্ণকমল রাই ।।
রাই কুঞ্জে আজ শ্যাম আসিলো
ফুলেতে ভ্রমর বসিলো গো
দুর্বিন শা কয়
দেখে প্রাণ জুড়াই ।।