আইও পরাণের ধন
আইও নিরলে জলের ঘাটে
জল ভরণে হবে দেখা
কদমতলার মাঠে ।।
নিত্য আসো যাও রে বন্ধু
বাড়ির উপর দিয়া
বুক ফেটে যায় মুখ ফোটে না
লোকেরে ডরাইয়া
বাদিনীরা থাকে চাইয়া
লড়েনি মোর ঠোটে ।।
সহিতে পারিনা দুঃখ
ননদীর তাড়না
পোড়া প্রাণ শীতল করিতে
মিলনও বাসনা
যমঘরে প্রাণ থাকতে চায় না
কলিজা মোর ফাটে ।।
মন মালঞ্চ ফুল তুলি
অঞ্জলি দিবো পায়
রুপের সুধা পান করাবো
যত মনে চায়
দুর্বিন শা কয় পাইলে তোমায়
সন্ধ্যা দিবো খাটে ।।