আইলে না রে বন্ধু, আইলে না রে
অবলার মরণকালে রে
বন্ধু কেন তুই আইলে না ।।
আসিবে বলিয়া, গিয়াছিলে কইয়া
রইলে কেন আইলে না
বন্ধু তুমি ভুলো আমি ভুলি না ।।
বাড়াইয়া ভালোবাসা, হলো আমার দশম দশা
তবু আমার আশা মিটাইলে না
বন্ধু নিতে চাও, দিতে চাও না ।।
তোমারে কাছে রাখিয়া, থাকিবো সুখি হইয়া
মনে ছিলো আমার এ বাসনা
বন্ধু রইলো আশা পুরাইলে না ।।
বলে দুর্বিন শা পাগেলা, দিলে আমার কত জ্বালা
তুমি বিনে কেউ আর জানে না
বন্ধু জ্বালাও অনল আর নিভাও না ।।