দুর্বিন শাহ রচিত গান নং ৯৬

আগে জানো আহাদের খবর ।
আলিফ লাম মীম আহাদ নূরী
করছে খেলা তিন অক্ষর ।।
আলিফেতে লাম মিশাইয়া
মীমেতে মায়া লাগাইয়া রে ।
আহাদে ইছিম হইয়া
খেলতেছে করে মক্কর ।।
প্রথমে আহাদ ছিলো
ইছিমে মিশিয়া গেলো রে ।
ছয় অক্ষরে যোগ ধরিলো
জানা দরকার নিরন্তর ।।
আলিফেতে আল্লা ছিলো
হা শব্দে নূর সৃজন করলো রে ।
দালেতে দুনিয়া হলো
করিয়া দিলো পসর ।।
ইয়াতে ইয়াদ করিয়া
সিনেতে দিলেন ছাকিয়া রে ।
মীমেতে মায়া লাগাইয়া
সৃজিলেন আদম শহর ।।
আলিফে খেলা খেলিয়া
লামেতে গেলা মিশিয়া রে ।
তার ভিতরে মায়া হলো
দুর্বিন শা কয় মীম অক্ষর ।।