দুর্বিন শাহ রচিত গান নং ৮৮

আছে নিরাকারে খোদা
আছে নিরাকারে
আদমের কলবে রইয়া
দেখা দেয়না আদমেরে ।।
নিরাকার বেশ ধরিয়া
সব জায়গায় মিশ্রিত হইয়া
আপনে রইলেন ছাপিয়া
কেমন লুকি মেরে
কিন্তু একটু ইশারা দেয়
কোরাণের ভিতরে
আদমের কলবে পরোয়ার
লা সুরতে খেলা করে ।।
মোমীনের কলব পুরী
আছে তার খেলার কাছারি
করিতেছে ঘোরাফিরা
আদম শহরে
সুষুম্মা হইতে বুঝি
আছে আরও ধারে
বুঝবে যদি খোদার খেলা
ধরো যাইয়া মুর্শীদেরে ।।
মক্কা আর শহর মদীনা
বাছুল মোকাদ্দস ঠিকানা
চাইয়া দেখো মন রে
কালা আছে দেহপুরে
মিছামিছি দৌড়াদৌড়ি
যাইয়া অতি দূরে
আপন ঘরে বসে আগে
চিনে নাওনা আপনারে ।।
সাকার খোদা মক্কায় নাই
তালাশ করে দেখো রে ভাই
আদমের কলবে পাই
কোরাণের বিচারে
আদম আল্লার ভেদের কায়া
বলছে বারে বারে
ছায়ারুপী কায়া হইয়া
দুর্বিন শা কয় খেলা করে ।।